মনিরুল হক, কোচবিহারঃ
অনেকবারই অভিযোগ জানিয়েছেন। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাতেও কাজ না হওয়ায় এবার অভিনব পন্থা নিল গোলকগঞ্জ এলাকার বাসিন্দারা। রাস্তায় জমে থাকা জলে ছেড়ে দেওয়া হল মাছ। বাসিন্দাদের আশা, এবার যদি টনক নড়ে প্রশাসনের, তাহলে কিছুটা হলেও বর্ষার আগে স্বস্তি মিলবে।
এদিন মাথাভাঙ্গা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত বেহাল রাস্তা মেরামতের দাবিতে অভিনব পদ্ধতিতে আন্দোলনে সামিল হয়েছেন গোলকগঞ্জ এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে গোলকগঞ্জ চৌপতি এলাকায় স্থানীয় বাসিন্দারা পাকা রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তের জমা জলে মাছ ছেড়ে দেন।
আরও পড়ুনঃ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বামেরা
স্থানীয় বাসিন্দা আলিজার রহমান বলেন, “দীর্ঘদিন থেকে পূর্ত দফতর এই রাস্তা মেরামতি নিয়ে টালবাহানা করছে। ফলে রাস্তার মাঝে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হতেই সেখানে জল জমে চলাচল অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। তাই পূর্ত দফতরের বিরুদ্ধে এই অভিনব ভাবে প্রতিবাদ জানানো হল। দ্রুত রাস্তার কাজ শুরু না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584