বেহাল রাস্তা মেরামতের দাবিতে দুই পঞ্চায়েত অফিসে বিক্ষোভ স্থানীয়দের

0
30

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রায়গঞ্জের দুটি গ্রাম পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে বেহাল রাস্তার প্রতিবাদে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে বাইরে থেকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। অন্য ঘটনাটি ঘটেছে বরুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বক্তব্য, একাধিকবার পঞ্চায়েত থেকে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন পঞ্চায়েত দফতরে তালা মেরে এই বিক্ষোভ কর্মসূচি। দ্রুত ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে রাস্তা সারাই করা হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান যমুনা বর্মন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে নিকাশি নালার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

অন্যদিকে, বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার অভিযোগ জানাতে গ্রাম পঞ্চায়েত অফিসে কোন আধিকারিককে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রায়গঞ্জের বরুয়া এলাকার বাসিন্দারা। পরে পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা দফতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন।

ক্ষুব্ধ বাসিন্দারা পঞ্চায়েত দফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক পঞ্চায়েত অফিসারকে দফতরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয় বলে অভিযোগ।

পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান দফতরে ঢোকার চেষ্টা করলে তাদেরও প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পঞ্চায়েতের প্রধানকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here