মনিরুল হক, কোচবিহারঃ
পাকা রাস্তা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের মাথাভাঙ্গা থেকে হাজরাহাট এলাকায়। ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে অবরোধ কারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয় পুলিশ।
আরও পড়ুনঃ এনআরসি প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের মিছিল বর্ধমানে
অভিযোগ, রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে, ধুলোয় আচ্ছন্ন হইয়ে যায় বাড়ি ঘর। এমনকি রান্না করা খাবার ও ধুলোময় হয়ে যায়। বাড়িতে থাকতে পারছেন না এলাকায় মানুষজন। প্রতিনিয়িত অভিযোগ জনিয়েও কোন কাজ হচ্ছে না।
রেল দফতরের রাস্তা এটি রেল অধিকারীকদের কাছে ও লিখিত ভাবে জনিয়েছেন কিন্তু কোন কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। দ্রুত রাস্তা পাকা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584