পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

0
22

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ভোট যায় ভোট আসে। কিন্তু হাল ফেরে না গ্রামীন জীবনে। স্বাধীনতা লাভের ৭২ বছর পরেও গ্রামের রাস্তা পাকা না হওয়ায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে আজ দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার আংগিনা গ্রামে। রাস্তা অবরোধের ফলে আটকে যায় ওই গ্রামের সাথে সাফানগর হয়ে কুমারগঞ্জ শহরের মধ্যে যাওয়ার একমাত্র সংযোগকারী রাস্তা।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

আটকে পড়ে যানযানবাহন। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হস্তক্ষেপে ক্ষুদ্ধ গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। ফের বিডিও অফিসে গিয়ে রাস্তা পাকা করার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাফানগর পঞ্চায়েতের অধীন আংগীনা গ্রামের ক্ষুদ্ধ গ্রামবাসীদের দাবি, ‘বার বার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস এমনকি জেলা প্রশাসনের উচ্চমহলের কাছে আবেদন জানানো সত্বেও কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকা থেকে আংগিনা গ্রামের ঢোকার মুখ পর্যন্ত পাকা রাস্তা থাকলেও সেখান থেকে আর গ্রামের ভেতর ঢোকার চলাচলকারি রাস্তাটি আর পাকা হয়নি।

আরও পড়ুনঃ এক রাতের বৃষ্টিতেই দুর্ভোগে এলাকার বাসিন্দারা

অথচ এই আংগীনা গ্রামে হাজারের উপরে মানুষের বাস। কিন্ত পাকা রাস্তার থেকে গ্রামে ভেতরে যাওয়ার রাস্তাটি এখনও সেই কাঁচা। বর্ষার জলে একহাটু কাদা থাকায় আজও চলাচলের অযোগ্য। সাইকেল, মোটর সাইকেল, ছোট গাড়ি থেকে গরুর গাড়ি চলাচল করতে গিয়ে হামেশাই নানান সময়ে মানুষকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

এমনকি স্কুল কলেজে যেতে ছাত্র ছাত্রীদের প্রাণের ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় বলে গ্রামবাসিদের অভিযোগ। গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ, সুস্থ গ্রামবাসীদের যদি এই অবস্থা হয় তবে গ্রামের অসুস্থ মানুষজনদের কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে তা বলে দেওয়ার আর অপেক্ষা রাখে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here