শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার জলঘড় পঞ্চায়েত এলাকায়।
এদিন গঙ্গাসাগর গ্রামের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে শামিল হন। এলাকায় বেহাল রাস্তা সারাই দাবিতেই তাদের এই বিক্ষোভ।দীর্ঘ দিন ধরে রাস্তা খারাপ অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ, অবরোধ
বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি। তাই এবার সরাসরি জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ।
তাদের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে এলাকায় বর্ষার দিনে যাতায়াতের অসুবিধার মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। বর্ষায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ঢোকে না।
তাই আজ গ্রামবাসীরা অতি দ্রুত রাস্তা সারাইয়ের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584