“নিজে বাঁচুন অন্যকে বাঁচান”, স্লোগান লাগিয়ে গ্রামের প্রবেশপথ আটকালো গ্রামবাসীরা

0
98

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলছে। সরকার সাধারণ মানুষকে বারবার ঘরে থাকতে অনুরোধ করছে। যদিও কিছু মানুষ এরপরও অনাবশ্যক বেরিয়ে পড়ছে পথেঘাটে। “নিজে বাঁচুন অন্যকে বাঁচান”, এই স্লোগান সামনে রেখেই তাঁদের গ্রামের মূল প্রবেশদ্বারে বাঁশের ব্যারিকেড দিল গ্রামবাসীরা।

outsiders not allowed | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পাহানপাড়া গ্রামে। এই অবস্থায় বহিরাগত কেউ যাতে তাদের গ্রামে এসে করোনার মতো মারণ ভাইরাস ছড়িয়ে দিতে না পারে, তার জন্য উদ্যোগী হল পাহানপাড়ার সাধারণ গ্রামবাসীরা।

আরও পড়ুনঃ হাসপাতালের লাইনে অভুক্ত শ্রমিক, খাবার বিতরণ মাড়োয়ারি যুব মঞ্চর

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রামে ঢোকার রাস্তা আটকে দিল তারা। সেখানেই বড় বড় করে লিখে দেওয়া হল, “অন্য গ্রামের মানুষের প্রবেশ নিষেধ।” পাশে লেখা হয়েছে, “নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।”

এই গ্রামেরই এক যুবক বলেন, “আমরা যে উদ্যোগ নিয়েছি, গ্রাম তথা দেশের প্রতিটি অঞ্চলের মানুষ এই উদ্যোগ নিলে করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব। মানুষ একটু সচেতন হলে পুলিশ প্রশাসনকে লকডাউন বোঝাতে এত বেগ পেতে হত না ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here