নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অবৈধভাবে বালি তোলার প্রতিবাদে বালি বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ঘুমরিয়াপাল এলাকায় ।

এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা আজকে বিক্ষোভ অবস্থানে বসেছেন । কংসাবতী নদীর ধারের গ্রাম ঘুমরিয়াপাল । বেআইনিভাবে গ্রামের নদীর ধারে স্তূপাকৃত বালি জেসিবি দিয়ে তুলে নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ ,স্থানীয় তৃণমূল নেতা রাজীব কারক নিজের আধিপত্য বিস্তার করেছেন বালি মাফিয়াদের হাত ধরে। তাই প্রশাসনকে বলেও কোন কাজ হচ্ছে না । যেহেতু শাসক দলের নেতা তাই নিজের ক্ষমতার অপব্যবহার করে , গ্রামের মানুষকে ভয় দেখিয়ে দিনের পর দিন বেআইনিভাবে বালি তুলে নিয়ে যাচ্ছেন জেসিবি দিয়ে।

প্রশাসনের একাংশ এই ঘটনা জানালেও তা আটকাবার কোন ব্যবস্থা করেনি বলে অভিযোগ এলাকাবাসীর ৷ বরঞ্চ অভিযোগ জানালে অযথা পুলিশি হয়রানি অথবা মারধর করা হয় গ্রামের মানুষদের।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কই কানপুরে আটক পরিযায়ীকে ফিরিয়ে দিল বালুরঘাটে পরিবারের কাছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন ঠিক সেই সময়ই খড়্গপুরের স্থানীয় কিছু বালি মাফিয়া আজও প্রশাসনের একাংশের মদতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে । এখন গ্রামের মানুষদের এই বিক্ষোভে প্রশাসন কতটা পদক্ষেপ নেয় এটাই দেখার ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584