নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সপ্তাহ খানেক পূর্ব থেকে মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের ব্যবহার হাট পশ্চিম গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ না থাকায় পুয়াদা গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে ৷ গ্রামবাসীদের অভিযোগ একটানা সাতদিন অন্ধকারেই তাঁদের কাটাতে হচ্ছে , যাঁর ফলে তিক্তবিরক্ত হয়ে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা ৷
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে গাছের গুঁড়ি ফেলে তমলুক-মেচেদা রাস্তা অবরোধ করে ৷ এমনকি বাড়ির মহিলারাও বেরিয়ে পড়েন এর প্রতিবাদে করতে ৷ রাস্তার ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করে এইদিন । গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘ একটানা সাতদিন বিদ্যুৎহীন হয়ে রয়েছে এলাকা । যদিও বিদ্যুৎ থাকে তো লো-ভোল্টেজ, বার বার বিদ্যুৎ সমস্যায় পড়ে বৃহস্পতিবার তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধ করে।
আরও পড়ুনঃ সরকারি ভর্তুকিযুক্ত কৃষি সরঞ্জাম বিতরণ কান্দিতে
বিক্ষোভকারীরা জানায় বিদ্যুৎ দফতরে বার বার লিখিত দরখাস্ত দিয়েও কোনো লাভ হয়নি। বরং তাঁদের আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে , কিন্তু কাজ হয়নি। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার মানুষজন পথে নেমে পথ অবরোধে সামিল হয়। অবরোধের ফলে তমলুক- মেচেদা সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
আরও পড়ুনঃ হিলি মোড়ে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরাল সিভিক ভলেন্টিয়ার
খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলেও অবরোধকারীরা তাঁদের বিক্ষোভ বন্ধ না করে, স্লোগান দিতে থাকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য । তবে শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে তবেই অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584