নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা প্রচার করে চলেছে প্রশাসন। এই বিষয়টিকে মাথায় রেখে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করার কর্মসূচি নিল একটি ক্লাব।
লক্ষীপুর ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে বুধবার লক্ষীপুর বাজারে সাফাই অভিযান করলেন ক্লাবের সদস্যরা। এই কর্মসূচির পাশাপাশি করোনা সতর্কতায় হাসপাতাল, ব্যাঙ্ক এবং বিভিন্ন সরকারী অফিসও জীবাণুমুক্ত করেন তারা।
আরও পড়ুনঃ ১৫ জুনের আগেই খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির
এদিন এলাকার রাস্তাঘাটে যেমন তারা সাফাই অভিযান চালিয়েছেন, তেমনি মন্দির মসজিদ সব ধর্মস্থান গুলিকে জীবাণুমুক্ত করেন। এই কর্মসূচিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর দিনাজপুর নেহেরু যুব কেন্দ্র এবং দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
লক্ষ্মীপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি মহম্মদ মান্নান জানান, ‘বুধবার দিনভর চলে তাদের এই কর্মসূচি। এমনকি স্থানীয় নয়াবাড়ি গ্রামে যেখানে একটি করোনা পজিটিভ চিহ্নিত হয়েছিল সেই গ্রামও তারা স্যানিটাইজড করা হয়েছে। সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584