বেহাল রাস্তার হাল ফেরাতে অভিনব বিক্ষোভ মালদহে

0
67

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

স্বাধীনতার পরে তৈরি হয়নি রাস্তা। আর সেই কারণেই এই গ্রামের মেয়েদের বিয়ে হয় না। এমনই অভিযোগ গ্রামবাসীদের। ফি বছর নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হয় না। তার প্রতিবাদে ও রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে ও মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

damage road | newsfront.co
অভিনব বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

মালদহ জেলার মালতিপুর গ্রাম পঞ্চায়েতের চিলাপাড়া এলাকার ৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকার কারণে চিলাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলেছেন। রাস্তা বেহাল হওয়ায় বর্ষার শুরুতেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এক হাঁটু কাদা ভেঙে পারাপার করতে হয় স্থানীয় বাসিন্দাদের ।

আরও পড়ুনঃ সাগরদিঘিতে মাটির বাড়িতে ধস, মৃত ১, আহত ৮

জানা গিয়েছে, চিলাপাড়া থেকে সাকরকলা পর্যন্ত রাস্তাটি স্বাধীনতার পর থেকেই বেহাল অবস্থায় রয়েছে। মূলত ২০ টি গ্রামর কয়েক হাজার মানুষকে নিত্যদিন ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। লালগঞ্জ, পরানী নগর, মহকুমা, বত্রিশ কলা, মির্জাতপুর ও পাঠানপাড়া সহ বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগকারী এই রাস্তা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের বহুবার জানানো হয়েছে।

ভোটের আগে জনপ্রতিনিধিরা এই রাস্তা মেরামতের আশ্বাস দিলেও তাতে কোনও রকম কাজ হয়নি। বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে, রাস্তার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যায়। এই রাস্তা পেরিয়ে কেউ মেয়ে দেখতে বা বিয়ে করতে আসতে চায়না। তাছাড়াও বৃষ্টির জল জমে থাকে রাস্তার ওপর। সেই জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে। শীঘ্রই রাস্তাটি সংস্কার না হলে ২০২১ এর বিধান সভা ভোট বয়কট করবেন বলে জানান তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here