নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তরগত গোয়ালডিহী গ্রামের বেসরকারি সংস্থার পোল্ট্রি ফার্ম। সেই পোল্টি ফার্মের সামনে ভিন রাজ্য থেকে আসা একটি গাড়ি কে ঘিরে গ্রামের প্রমিলা বাহিনীরা প্রতিরোধ গড়ে তোলে। তাদের মূল দাবি এই অবস্থাতে বাইরে থেকে আসা কোন গাড়ি তারা গ্রামে ঢুকতে দেবে না। তারা নিজেদের গ্রামকে সুরক্ষিত রাখতে চায়, এই করোনা ভাইরাসের হাত থেকে। গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসী পোল্টি ফার্মের ভেতরে রয়েছে বলে গ্রামবাসীরা দাবি করেন।
আরও পড়ুনঃ ছুটিতে থাকা সৈনিক আইন ভেঙ্গে নামলেন কর্তব্যপালনে
ড্রাইভার ও খালাসী কে যেন ২১ দিন ওই ফার্মেরভেতরে রাখা হয়। তারা প্রশাসনের কাছে এই দাবি জানায়। তার কারণ এরা বহিরাগত ,ভিন রাজ্য থেকে এরা এসেছে। যাতে তাদের শরীরে থাকা কোন ভাইরাস গ্রামে ছড়িয়ে না পড়ে। গ্রামবাসীরা জানায় যে এলাকায় বেশকিছু হ্যাচারি রয়েছে, সেগুলি সবই বন্ধ। তা সত্ত্বেও কেন ভিন রাজ্য থেকে মুরগির খাবার নিয়ে গাড়ি এলো! ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ বাহিনী। এলাকায় থমথমে পরিবেশ।
ভিন রাজ্য থেকে গাড়িটি এসেছে বলে গ্রামবাসীরা জানিয়েছে। গাড়িটি উড়িষ্যা থেকে মুরগির খাবার নিয়ে সোমবার সকালে শালবনি থানার গোহাল ডিহি গ্রামের মধ্যে প্রবেশ করে ।এই গাড়িতে ড্রাইভার, খালাসীও আরেকজন সহ মোট তিনজন এসেছে বলে পুলিশ কে গ্রামবাসীরা জানান। এই অবস্থাতে গ্রামবাসীরা মুরগির খাবার ভর্তি গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584