নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
তৃতীয় দফায় লকডাউন কিছুটা শিথিল হতেই গ্রামে ফিরতে শুরু করেছেন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। একসঙ্গে এতজন শ্রমিক কালিয়াচক এবং বৈষ্ণবনগরে ঢুকে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে প্রশাসন। সরকারি তরফে চালু হওয়া কোয়ারান্টিন সেন্টারের সংখ্যায় কম হওয়ায় চিন্তায় পড়ে যান এলাকাবাসীরা। তাই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা নিজেরাই কোয়ারান্টিন সেন্টার চালানোর উদ্যোগ নেন।
বৈষ্ণবনগর ব্লক প্রশাসনের উদ্যোগে দুটি এবং কালিয়াচক ব্লক প্রশাসনের তরফে মাত্র একটি কোয়ারান্টিন সেন্টার খোলা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, যে সংখ্যায় শ্রমিকরা ফিরে আসছেন, তাতে দুটি-তিনটি কোয়ারান্টিন সেন্টার খুলে কোনও লাভ হবে না। বৈষ্ণবনগরের গ্রাম পঞ্চায়েতগুলি বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা শুরু, চলছে স্যানিটাইজেশন
শুধু কালিয়াচক এবং বৈষ্ণবনগরেই ফিরে এসেছেন পাঁচশোরও বেশি পরিযায়ী শ্রমিক। তবে তাঁদের সকলকেই প্রশাসনের তরফে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, বৈষ্ণবনগরের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের সাহায্য নিয়ে নিজেরাই এলাকায় বেশ কয়েকটি কোয়ারান্টিন সেন্টার খুলেছেন। কোয়ারান্টিন সেন্টারে থাকা শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584