নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নৌকায় চেপে এলাকায় চলাচল করতে হচ্ছে। জলের তলায় চলে গিয়েছে কবরস্থানও। দুমাসেরও বেশি সময় ধরে জল নিষ্কাশন সমস্যার সমাধান না হওয়ায় এই পরিস্থিতির মধ্যে দিন কাটছে মালদহের যদুপুর-১ অঞ্চলের বাসিন্দাদের। এই নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।

কারণ, বেশ কিছুদিন আগে ,১৫ দিনের মধ্যেই যদুপুর-১ অঞ্চলের নিকাশি ব্যবস্থার সমাধানের আশ্বাস দিয়েছিলেন ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু বাস্তবে কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার দুধারে জল জমে রয়েছে। আর এই জলেই চলছে টিউবের নৌকা। এই নৌকাতে চেপে এখন বাড়ি পৌঁছাতে হয় যদুপুর কালভার্ট মোড় এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুনঃ আবাসনের ছাদে দেখা মিলল কাকাতুয়ার মতো দেখতে পাখি ককটেলের
এছাড়াও জল জমে রয়েছে জহরপুর, যদুপুর, খাসপাড়া, মডেল কলোনি, লিচুপাড়া, গাবগাছি, নতুনপল্লি এলাকাতেও। বেশ কিছু এলাকার কবরস্থানও চলে গিয়েছে জলের নীচে। বিধায়ক, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্লক প্রশাসনের কর্তাদের কাছে অভিযোগ জানিয়ে কোনও ফল হয়নি বলে দাবি বাসিন্দাদের।
শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকা হওয়ায় বিগত এক দশকে একাধিক বহুতল গড়ে উঠেছে। জনবসতির ঘনত্বও অন্য গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে অনেক বেশি। অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠার ফলেই জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। আর তার ফল এখন হাতেনাতে পাচ্ছেন এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584