তন্ময় মণ্ডল, কলকাতাঃ
কলকাতার রাজপথে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ‘ভিন্টেজ ও ক্লাসিক্যাল’ গাড়ির রেস। এই রেসে ৭০ টিরও বেশি গাড়ি অংশগ্রহণ করেছে।
রেসে যেমন থাকছে ল্যাম্বরগিনি, তেমনই থাকছে কাজী নজরুল ইসলামের চড়া গাড়িও। আর ঠিক তার জন্যই কলকাতার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার ক্লাবে অনুষ্ঠিত হল ভিন্টেজ কার ও ক্লাসিক্যাল কার র্যালির এক বিশেষ সাংবাদিক সম্মেলনে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি মদন মিত্র। তিনি নিজে উপস্থিত থেকে বলেন, “এই রেসটি শুরু হবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮.৩০ টায়, কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবের সামনে।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সন্তুষ্ট এলাকাবাসী
এই রেসে থাকছে একটি ১১৮ বছরের পুরনো ঐতিহাসিক ঘোড়ায় টানা গাড়ি। তাছাড়া এমন গাড়িও এই রেসে থাকছে যাতে লাইটের বদলে কেরোসিনের লন্ঠনের আলো ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ ‘মিত্রোঁর’ আলিঙ্গনই ছিল ভরসা, জানালেন ইসরো প্রধান
জানা গেছে, এই রেস মেট্রোপলিটন ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রুবি ক্রসিং বিজন সেতু গড়িয়াহাট রোড হয়ে মিন্টো পার্ক রাসবিহারী এভিনিউ হয়ে আবার মেট্রোপলিটন ক্লাবের সামনে এসে শেষ হবে।
সর্বমোট ২১ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে।
আরও পড়ুনঃ ভাটপাড়া নাগালের বাইরে হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া বাহিনী
এই রেসকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান বাবুন ব্যানার্জি। তিনি বলেন, “এই রেসের প্রত্যেকটি গাড়িতে থাকবে আমাদের বিভিন্ন ধরনের স্পোর্টসের একটি করে ফ্ল্যাগ। এছাড়াও রেসের সামনে থাকবে কলকাতার ভিন্টেজ বাইক প্রদর্শনী স্বরূপ।”
তবে এই রেসে একটা গাড়ি থেকে আর একটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব থাকবে দু মিনিট, যাতে সব ধরনের মানুষ কলকাতার যে ঐতিহাসিক কার সে গুলোকে মনোযোগ দিয়ে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584