প্রধানমন্ত্রীর চোখের জল আর কুম্ভিরাশ্রু এক! নিউইয়র্ক টাইমস পত্রিকার নামে ভাইরাল ভুয়ো ছবি

0
116

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনার কবলে দেশজুড়ে লেগেই রয়েছে মৃত্যুমিছিল, গণ শবদাহ। ঘাটতি অক্সিজেন, বেড এমনকি ভ্যাকসিনেও। এমনসময় বিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস, আন্তর্জাতিক সংস্করন, ২১ মে শুক্রবার প্রথম পাতায় একটি ছবি, একটি কুমির তার চোখে জল এবং ছবির ক্যাপশন ভারতের প্রধানমন্ত্রী কাঁদছেন।

fake news | newsfront.co
ভাইরাল হওয়া ভুয়ো ছবি

ঘটনাচক্রে গতকালই বারাণসিতে করোনায় মৃত মানুষদের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন নরেন্দ্র মোদী, সেই নিয়ে ট্রল শুরু হয় নেট মাধ্যমে। বিরোধীরা এই ঘটনাকে ‘কুমিরের কান্না’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। আগেও সমস্ত আন্তর্জাতিক মিডিয়া করোনা মোকাবিলায় মোদী সরকারের ব্যর্থতা নিয়ে অত্যন্ত সরব হয়েছে।

প্রত্যেকে নির্দ্বিধায় সমালোচনা করে যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু মিছিলের জন্য একমাত্র দায়ী মোদী সরকার। স্বাভাবিকভাবেই নিউইয়র্ক টাইমসের নামে ছবিটি যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতে থাকে অনেকেই ধরে নেন এটি সত্যি এবং ভাইরাল হয়ে যায় এই ছবি।

original edition | newsfront.co
নিউইয়র্ক টাইমসের অরিজিনাল এডিশন। সৌজন্যেঃ অল্ট নিউজ

আরও পড়ুনঃ সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, লক্ষ লক্ষ যাত্রীর তথ্য ফাঁসের আশঙ্কা

এই প্রসঙ্গে প্রশ্ন ওঠে, তবে কি জনপ্রিয় এই মার্কিন পত্রিকাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুমিরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছে? যদিও পরে জানা যায় ছবিটি ভুয়ো। ওই পত্রিকার ওয়েবসাইটে ২১মের শুক্রবারের এডিশনে এমন কোনও খবর প্রকাশ হয়নি। এদিনের এডিশনে প্রথম পাতায় রয়েছে সিরিয়ার একটি খবর।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রয়োজনে হাসপাতালে শয্যা সংরক্ষণ জরুরি, মত দিল্লি হাইকোর্টের

এমনকি দেখা গেছে যে, ওই তারিখের এডিশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও খবরই প্রকাশ পায়নি। তবে ভাইরাল পোস্টে নিউইয়র্ক টাইমসের পত্রিকার প্রথম পাতার বাকি খবরগুলি একই রয়েছে। পরে ‘দ্য ডেইলি নিউইয়র্ক টাইমস’ নামে একটি টুইটার পেজ থেকে ভাইরাল ছবিটি পোস্ট করে জানানো হয়েছে, মজার ছলে এই নিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আসলে নিউইয়র্ক টাইমসের অরিজিনাল এডিশন নয় এটি।পত্রিকার ছবিতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখের জল আসলে কুম্ভিরাশ্রু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here