মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সুখটান। শব্দটা নিশ্চয়ই শোনা শোনা লাগছে? রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সুখটানটা না হলেই ধুমপায়ীদের মন উশখুশ করতে থাকে। তখনই দেশলাই জ্বালিয়ে ধরিয়ে ফেলেন সিগারেট বা বিড়ি। বিড়ি হাতে তৈরি এক ধরনের সস্তা সিগারেট। দাম কম এবং হাতে বানানো যায় বলে গ্রামের কৃষক শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় ধূমপান সামগ্রি হল বিড়ি।
সরাসরি কাগজে বা কেন্দু পাতার ভিতরে শুকনো তামাক পাতা মুড়ে বিড়ি পান করা হয়। ছোট একটি প্যাকটে বিক্রি হয় বিড়ি। প্যাকেটের ওপর আবার নামকরণও করা থাকে। যেমন অমরের স্পেশ্যাল বিড়ি, দুই ভাই বিড়ি, তৃপ্তী বিড়ি, প্রদীপ বিড়ি, রাজলক্ষ্মী বিড়ি খুব জনপ্রিয়। মানুষের নামে বিড়ির প্যাকেটের নামকরণ হয় ঠিকই কিন্তু তাবলে মেসি বিড়ি! সম্প্রতি ছবি এবং নাম সহ ভাইরাল হয়েছে মেসি বিড়ি।
Argentina football star Messi won the Copa America by his country and immediately got a brand to endorse. "Messi Biri"😜. Great achievement 👍 Enjoy 😁 pic.twitter.com/RaydB0r1DI
— Dipak Pujari (@PujariDipak) July 13, 2021
১১ জুলাই, রবিবার কোপা ফাইনালে জয়ী হয় টিম আর্জেন্টিনা। ট্রফি ওঠে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে। এরপর ১৩ জুলাই নাম ও ছবি সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ‘মেসি বিড়ি’। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, বিড়ির প্যাকেটে বড় বড় করে লেখা রয়েছে ‘মেসি বিড়ি’ আর বাঁদিকের কোণে বিশ্বসেরা ফুটবলার মেসির একটি পাসপোর্ট ছবি।
COPA AMERICA FINAL#ArgentinaVsBrazil
1-0After his first major Cup win for Argentina, Lionel #Messi finally gets his first endorsement contract in India..#MessiBiri pic.twitter.com/dMR36mmUM1
— @Akashtv1Soni (@Akashtv1Soni) July 13, 2021
উল্লেখ্য, গত ১১ জুলাই কোপা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে আয়োজিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রবিবার লিও স্কালোনি একটা ট্রাম্প কার্ড খেলে দেন। এতদিন ধরে যে অ্যাঞ্জেল দি মারিয়াকে দ্বিতীয়ার্ধেরও কিছুক্ষণ পরে মাঠে নামাচ্ছিলেন, এদিন তাঁকেই দলের প্রথমার্ধে দেখতে পাওয়া গিয়েছিল। সেইসঙ্গে বেড়ে গিয়েছিল আর্জেন্টিনার খেলার গতিও। ২২ মিনিটে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন দি মারিয়া। প্রায় মাঝমাঠ থেকেই লম্বা বল ভাসিয়ে দিয়েছিলেন রড্রিগো ডি’পল।
আরও পড়ুনঃ বছরে ৩০০ দিন ঘুমিয়ে কাটে বিরল রোগে আক্রান্ত রাজস্থানের ‘কুম্ভকর্ণের’
কিন্তু, সেই বলটা রেনান লোদি ঠিক করে সংগ্রহ করতে পারেননি। বল যায় দি মারিয়ার কাছে। তিনি প্রথমে বাঁ পায়ে বলটাকে ধরেন। তারপর ছোট্ট একটা লব করে বলটা ব্রাজিলের জালে জড়িয়ে দেন। দেশের হয়ে এদিন ১১১তম ম্যাচ খেলতে নেমেছেন দি মারিয়া। আর এই ম্যাচে তিনি ২১তম গোলটা পেয়ে গিয়েছিলেন। সেদিন দুটো দলই একটু বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। ১৫ মিনিটের মাথায় লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র দু’জনেই চোট পেয়ে মাঠের মধ্যে ছটফট করতে শুরু করেছিলেন।
আরও পড়ুনঃ তৃতীয় ঢেউয়ের আগে করোনা বিধি মানার অনীহা উদ্বেগ বাড়াচ্ছেঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
একদিকে ৪-৩-৩ ছকে যেখানে দল নামিয়েছিলেন স্কালোনি, সেখানেই তিতে ৪-২-৩-১ ছকে নিজেদের গুটি সাজিয়েছিলেন। আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুর পর এই প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলছে নীল-সাদা ব্রিগেড। গোটা টুর্নামেন্ট বিচার করলে দেখা যাবে, আর্জেন্টিনা টিমের হাতে ট্রফি ওঠার প্রধান কারিগর ছিলেন লিওনেল মেসি। পাঁচটা গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার, আবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও তিনিই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584