শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
১৮৮৪ সালে ইডেন গার্ডেনে একটি ক্রিকেট ম্যাচে বল করছেন স্বামী বিবেকানন্দ, এমনই একটি ছবি ভাইরাল হলো টুইটার ও ফেসবুকে। ছবিতে দাবি করা হয়েছে যে, ১৮৮৪ সালে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া এক ক্রিকেট ম্যাচে টাউন ক্লাব অফ ক্যালকাটার প্রতিনিধিত্ব করছিলেন। শুধু তাই নয় সেই ম্যাচে বিবেকানন্দ বা নরেন্দ্র নাথ দত্ত ঐ ম্যাচে সাতটি উইকেটও নেন।
ভাইরাল হওয়া ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “সময়টা ছিল ১৮৮০’র দশকের মাঝামাঝি। ইডেন গার্ডেনসের বয়স তখন ২০। সেই সময় মাঠের মালিক ক্যালকাটা ক্রিকেট ক্লাব (সিসিসি) ও টাউন ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। নরেন্দ্রনাথ দত্ত নামের একজন, টাউন ক্লাবের প্রতিনিধিত্ব করেন। তিনি সাতটি উইকেট নেন। পরবর্তীকালে তিনি আর ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখেননি। তিনি একজন বিশ্ব ব্যক্তিত্ব হয়ে ওঠেন। স্বামী বিবেকানন্দ নামে খ্যাত হন তিনি।”
বুম বাংলা ফ্যাক্টচেক থেকে জানা গিয়েছে ছবিটি ভুয়ো। আসল ছবিটিতে ইংরেজ বোলার হেডলি ভেরিটিকে বল করতে দেখা যাচ্ছে। ১৯৪০ সালের একটি ক্রিকেট ম্যাচের, ইয়র্কশায়ার-এর ক্রিকেটার হেডলি ভেরিটি বল করছেন। ডিজিটালি ছবিটিকে পরিবর্তন করা হয়েছে। এমনকি ছবিটি শেয়ার করেছেন মুম্বাইয়ের প্রাক্তন ক্রিকেটার শিশির হত্তাঙ্গগদি’ও।
আরও পড়ুনঃ ‘বাবরি মসজিদ গড়ে দেব ক্ষমতায় এলে’ টুইটটি আদৌ অখিলেশের নয়, জানাল altNews ফ্যাক্টচেক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584