মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মদ কেনার জন্য দোকানের সামনে লম্বা লাইন পরে মদ্যপায়ীদের। এই ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এবার যা ঘটল তা দেখে হতবাক সুরাপ্রেমীরাও। আর পাঁচ জন সুরাপ্রেমীর মতো মদের দোকানে ঢুকে মদ খেল একটি বাঁদর!

নেটমাধ্যমে এখন ভাইরাল সুরাপ্রেমী বাঁদরের সেই ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই বাঁদর নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতলটি নিল এবং ঢকঢক করে মদ্যপান শুরু করল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।
— sudhanshu maheshwari (@smaheshwari523) July 14, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় ওই বাঁদর। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে ঢকঢক করে মদ্যপান শুরু করে সে। মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে সে। এমন ঘটনা দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিয়ো করেন। আর মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
আরও পড়ুনঃ ৬০০-র নীচে নামল দৈনিক মৃত্যুর সংখ্যা, ফের ৪০ হাজার পেরোল সংক্রমণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584