Viral Video: মাঝসমুদ্রে গোলাপি ডলফিন! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

0
111

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বাহ্যিক কোনও রূপ না থাকলেও সমুদ্রের ভিতরের জগৎটা কিন্তু রঙিন। নীল সমুদ্রের ভিতর নানা রঙের নানা জাতের মাছ ও উদ্ভিদের বসবাস। শান্ত নীল গভীর সমুদ্রই বিভিন্ন জলজ প্রাণীর সুরক্ষিত বাসস্থান। তাই সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সমুদ্র। নাম না জানা কত প্রাণী কত উদ্ভিদ রয়েছে এই সমুদ্রের তলায়। এখানে আবার চেনা প্রাণীরাও মাঝেমধ্যে রঙিন হয়ে ওঠে। ঠিক যেমন সম্প্রতি মাঝসমুদ্রে দেখা মিলল গোলাপি ডলফিনের।

Pink Dolphin
ছবি: টুইটার

হ্যাঁ, কালো রঙের ডলফিনকে সকলেই চেনেন। কিন্তু এবার মাঝসমুদ্রে জলকেলি করতে দেখা গেল দুটো গোলাপি ডলফিনকে। আর সেই ভিডিও দ্রুত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভারতীয় বনবিভাগের আধিকারিক (আইএফএস অফিসার) সুশান্ত নন্দা টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন।

এই ভাইরাল ভিডিওটিতে একটা নয়, একসঙ্গে দুটো গোলাপি ডলফিনকে জলকেলি করতে দেখা গেছে। তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা উল্লেখ করা নেই। তাতে কী? নেটিজেনদের অত তথ্য নিয়ে কাজ নেই। শুধুই গোলাপি ডলফিনের জলকেলিতে মজেছেন তাঁরা। বাচ্চারা যেভাবে জল দেখলে আনন্দ পায়। জল নিয়ে খেলা শুরু করে। এই দুই গোলাপি ডলফিনও ঠিক তেমনটাই করেছে। একবার উঠে ডাইভ দিয়ে নেমে যাচ্ছে সমুদ্রে।

আরও পড়ুনঃ অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন ভারতের শৈলী

গোলাপি ডলফিনদের সঙ্গে জলকেলিতে মেতেছে একটি কালো রঙের ডলফিনও। কালো রঙের ডলফিনের সঙ্গে পরিচয় থাকলেও সচরাচর দেখা পাওয়া যায় না এই গোলাপি ডলফিনের। তাই এই রঙিন ডলফিনের ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মাঝ সমুদ্রে দুই গোলাপি ডলফিন এবং তাদেরই সঙ্গে একটি কালো ডলফিনের জলকেলি দেখে মুগ্ধ নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here