নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটালে ২৪৪১১৩৯ নাম্বারে প্রেমিকের ফোন। ভাইরাল সিপিএমের দেওয়াল লিখন।লোকসভা নির্বাচনের দামামা বাজতেই ঘাটাল লোকসভা কেন্দ্রজুড়ে কেন্দ্র ও রাজ্যের শাসকদলের প্রার্থীদের তর্জা তুঙ্গে।
মিডিয়ার কেন্দ্র বিন্দুতে তৃণমূলের দ্বিতীয় বারের জন্য প্রার্থী দেব ও বিজেপির প্রার্থী প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ কিন্তু নিজেদের কর্মীদের রাতভর দেওয়াল লিখনের বৈচিত্রে এগিয়ে বামেরাই।এবার লোকসভা কেন্দ্রের বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।তাঁর প্রচারে বৈচিত্রের নজির মিলল ঘাটাল ৪ নম্বর ওয়ার্ডের দেওয়াল জুড়ে। দেওয়ালে লেখা সেই পুরানো গানের লাইন, “২৪৪১১৩৯ হ্যালো,বেলা বিয়ে করে নাও।বাজারে চাকরি নাই।” এই লিখনের তাৎপর্য জানতে চাওয়া হলে সিপিএমের শিক্ষক নেতা কাশীনাথ দত্ত বলেন,রাজ্যে এখন বেকার যুবকের জীবন যন্ত্রনার করুণ কাহিনীর ছবি।
এসএসসি পরীক্ষা বামফ্রন্ট আমলের মতো প্রতি বৎসর হয়না।তৃণমূলের আমলে শিক্ষক নিয়োগে দূর্নীতি। প্রাথমিকের টেট তৃনমূল কে টাকার ভেট।
শিল্প নেই, শিল্প এখন তেলেভাজা।
আরও পড়ুনঃ দেওয়াল লিখনে ক্ষোভ, বিডিও অফিসে কীর্তন গেয়ে বিক্ষোভ বিজেপির
বেকার যুবকের এই হতাশা! এই ছবি সে কথাই বলে।আর কেন্দ্রের বিজেপি বছরে দুকোটি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখন ধর্মের রাজনীতিতে ব্যস্ত চৌকিদার আর চোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584