করোনার বিরুদ্ধে লড়তে দেশবাসীকে বিরাট-অনুষ্কার সচেতন বার্তা

0
47

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ২৪ মার্চ রাত ১২টা থেকে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Kohli and Anushka | newsfront.co
সচেতনতায় বিরাট-অনুষ্কা। ছবি-টুইটার

করোনা মোকাবিলায় এই ২১দিন দেশবাসীকে নিজের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তাই সাধারণ মানুষের পাশাপাশি বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রী, গায়ক-গায়িকা থেকে শুরু করে খেলোয়াড় সকলেই ঘরবন্দি হয়ে রয়েছেন।

দেশবাসীকে টুইট কোহলি দম্পতির। ছবি-টুইটার

এই অবস্থায় একটি ভিডিও পোস্ট করে টুইট করলেন কোহলি দম্পতি। করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে দেশবাসীকে সচেতনতার বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা। ভিডিওটিতে বিরাট-অনুষ্কা দুজনেই দেশবাসীকে ঘরের বাইরে না বেরতে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ আইএএস অফিসারদের একদিনের বেতন করোনা তহবিলে দান করার আবেদন

তারা বলেন, “শত্রু করোনা ভাইরাসের সাথে সবাইকে লড়াই করতে হবে। আর সেইজন্য নিজেদের পরিস্কার রাখা এবং ঘরের বাইরে না বেরোনো উচিত সকলের। মানুষের একটা ছোট্ট ভুলই অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আর এই ভাইরাসকে ধ্বংস করতে একমাত্র একতাই, পারে দেশকে বাঁচাতে”। জীবন বাঁচাতে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে অনুরোধ করেন বিরাট-অনুষ্কা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here