নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন নারী। তেমনি ভারত অধিনায়ক বিরাট কোহলির সাফল্যর পেছনে রয়েছে তার স্ত্রী অনুষ্কা শর্মা। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে আলোচনাতে তিনি জানান, ‘জীবনের অন্য দিকটি দেখানোর জন্য আমি পুরো কৃতিত্ব দেব অনুষ্কাকে।
আমি অনুষ্কার কাছে কৃতজ্ঞ যে ও আমার জীবনসঙ্গী। ও আমাকে বুঝতে শিখিয়েছে অনেক কিছু যা অনেক বড় একটা ছবি দেখিয়েছে। একজন প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব, আমি যাঁর সঙ্গে আজ রয়েছি তাঁর প্রতি আমার দায়িত্ব, এইসব রয়েছে তার মধ্যে। মানুষের জন্য সঠিক পথে উদাহরণ তৈরি করা। এইসব অনুষ্কার কাছ থেকে এসেছে।’
আরও পড়ুনঃ আমরা কেন ক্রিকেট খেলি? যুবরাজকে সচিনের প্রশ্ন
আমার যদি অনুষ্কার সঙ্গে দেখা না হত আমি হয়তো বদলাতাম না। আমি কখনও খোলামেলা মানুষ ছিলাম না এবং আমি খুব একগুঁয়ে ছিলাম এবং ও আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। লকডাউন হোক বা তার আগে বিরাট অনুষ্কা সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয়। তাঁদের ছবিতে এক সেকেন্ডে কয়েক মিলিয়ন ভিউ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584