ভারতের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার- গাভাসকারের মতে কোহলি, হেডেনের দাবি ধোনি

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অনেকবার বিরাট কোহলির সমালোচনা করে বিতর্কে জড়িয়েছেন সুনীল গাভাসকার তবে এবার বিরাটের প্রশংসা করলেন সানি। একদিনের ক্রিকেটে ভারতের সব থেকে প্রভাবশালী ক্রিকেটার বিরাটকে বলছেন সানি। বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নন, তাঁর মতে প্রভাব বিস্তারে বিরাটই এগিয়ে থাকবেন।

virat | newsfront.co

২০০৮ সালে ভারতের হয়ে অভিষেক ঘটে বিরাটের। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২৫১টি একদিনের ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক। সম্প্রতি সচিন তেন্ডুলকরকে টপকে সব চেয়ে কম ইনিংস খেলে ১২ হাজার রান পূর্ণ করেছেন বিরাট।

আরও পড়ুনঃ মারাদোনার পর এবার চলে গেলেন আর এক বিশ্বকাপ নায়ক পাওলো রোসি

sunil gavaskar | newsfront.co

আরও পড়ুনঃ ওয়ার্নারের অভাব টের পাওয়া যাবে বলছেন স্মিথ

২৪২টি ইনিংস খেলে তাঁর রান ১২০৪০। রয়েছে ৪৩টি সেঞ্চুরি এবং ৬০টি হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে বিরাটের স্ট্রাইক রেট ৯৩.২৪ এবং গড় ৫৯.৩১। গাভাসকার বলেন, “সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে হলে আমি শুধু রান বা উইকেট দেখব না। দলের জয়ে কতটা কার্যকরী সেই ক্রিকেটার, সেটা প্রাধান্য পাবে। সেই দিক দিয়ে আমার কাছে এগিয়ে থাকবে বিরাট।”

এক অনুষ্ঠানে জানান প্রাক্তন ভারত অধিনায়ক যদিও একমত হতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। তিনি মনে করেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ধোনিই সব চেয়ে প্রভাবশালী। তার যুক্তি তিনটে আইসিসি ট্রফি দেওয়া শুধু নয় ভারতীয় মিডল অর্ডারকে বড় ভরসা জোগান ধোনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here