সচিনের রেকর্ড ভেঙে সব থেকে দ্রুত বারো হাজার রানের মালিক বিরাট

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফের সচিন তেণ্ডুল কারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। গত রবিবারই সিডনিতে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। আর বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আরও একটি রেকর্ড ভাঙলেন তিনি।

Virat Kohli | newsfront.co

ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন সচিন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি পৌঁছেছিলেন ১২ হাজার রানের মাইলফলকে।

আরও পড়ুনঃ ভারসাম্য আর ফুটওয়ার্ক সবসময়ই গুরুত্বপূর্ণঃ সচিন

আজ ক্যানবেরায় ২৩ রান করেই সেই রেকর্ডটা ভাঙলেন বিরাট। শন অ্যাবটের বলে ১ রান নিয়ে এই রেকর্ডটা করলেন তিনি। ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বিরাট এই কীর্তি করলেন তা হল ২৫১ ম্যাচে ও ২৪২ ইনিংসে। যা মাস্টার ব্লাস্টারের থেকে অনেকটাই কম।

আরও পড়ুনঃ চোট পেয়ে দেশে ফিরছেন ঈশান পোড়েল

সার্বিক ভাবে বিরাট হবেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। সচিন ছাড়া ১২ হাজার রান করা বাকিরা হলেন- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)।একের পর এক বিরাট রেকর্ড ভেঙে দিচ্ছেন সচিনের কোনো রেকর্ডই বোধহয় অক্ষত থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here