সদ্য প্রকাশিত হল টি-টোয়েন্টির ব্যাটিং ব়্যাঙ্কিং, প্রথম দশ থেকে ছিটকে পড়লেন বিরাট কোহলি

0
68

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বিশ্বকাপের পারফরম্যান্স-এর উপর নির্ভর করে সদ্য প্রকাশিত হল টি-টোয়েন্টির ব্যাটিং ব়্যাঙ্কিং। এই প্রকাশিত ক্রমতালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের ওপর সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রভাব পড়েছে। প্রকাশিত ক্রমতালিকায় আঠারো মাস পরে প্রথম দশ থেকে ছিটকে পড়লেন প্রাক্তন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি। তাঁর প্রথম দশ থেকে ছিটকে পড়ার পিছনে বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা ও নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিতির প্রভাব পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ ক্রিকেটমহল। তবে প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছে অন্যতম ওপেনার ব্যাটার কে এল রাহুল। নিউজিল্যান্ড সিরিজে অনবদ্য পারফরম্যান্স-এর দরুণ তিনি এই তালিকায় পঞ্চম স্থান দখল করে আছেন।

Virat Kohli

অন্যদিকে, অধিনায়কত্বের গুরুভার কাঁধে তুলে নিয়ে অনবদ্য পারফরম্যান্স করে ক্রমতালিকায় নিজের অবস্থানের উন্নতি ঘটিয়েছে রোহিত শর্মা। রোহিত শর্মা ১৫ নম্বর অবস্থান থেকে দু-ধাপ এগিয়ে ১৩ নম্বরে রয়েছেন। এছাড়াও কিউই ওপেনার মার্টিন গাপটিল এই সিরিজে ভালো ব্যাটিং প্রদর্শনী করে প্রথম দশে ঢুকে গিয়ে দশ নম্বরে অবস্থান করছে। তবে বিরাট কোহলির প্রথম দশ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে পাকিস্তানকে সেমিফাইনালে তোলা অধিনায়ক বাবর আজম এই তালিকায় এক নম্বরে অবস্থান করেছেন।

সদ্য প্রকাশিত আইসিসির ব্যাটিং তালিকায় অবস্থানকারী প্রথম দশ জনের নাম:

১. বাবর আজম(পাকিস্তান) ২. ডেভিড মালান (ইংল্যান্ড) ৩. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) ৪. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), ৫. কে এল রাহুল (ভারত) ৬.অ্যারোন ফিঞ্চ, ৭. ডেভিড কনওয়ে (নিউজিল্যান্ড), ৮. জোস বাটলার (ইংল্যান্ড), ৯. ভ্যান ডের ডৌসৈন (দক্ষিণ আফ্রিকা), ১০. মারটিন গাপটিল (নিউজিল্যান্ড)।

আরও পড়ুনঃ ‘হালাল মাংস’ বিতর্কে জেরবার বিসিসিআই, অবশেষে যাবতীয় বিতর্কে জল ঢেলে মুখ খুলল বোর্ড

এছাড়াও প্রকাশিত হয়েছে বোলিং ও অলরাউন্ডার ব়্যাঙ্কিং। বোলিং ও অলরাউন্ডার বিভাগে প্রথম দশে জায়গা পাইনি ভারতীয় কোন খেলোয়াড়। বোলিং বিভাগে শীর্ষ স্থানে অবস্থান করেছে শ্রীলঙ্কার বোলার ওয়ান্ডু হাসারাঙ্কা এবং অলরাউন্ডার বিভাগে শীর্ষ স্থানে আছে আফগানিস্তানের নবী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here