অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে ইংল্যান্ডের কাছে বিপর্যয়। খানিকটা হতাশ হলেও ব্রিটিশদের পুরো বাহবা দিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ হেরে তিনি বলেন, “সেকেন্ড ইনিংসে আমরা কিছুটা ভালো খেলেছি। প্রথম ইনিংসে ব্যাট করার সময়ও কিছুটা লড়াই করেছি। কিন্তু সব মিলিয়ে আমাদের মধ্যে তেমন জয়ের খিদে ছিল না। টিম হিসেবে আমরা সব সময় উন্নতি করার চেষ্টা করি। এটা মানতেই হবে যে, ইংল্যান্ড আমাদের থেকে অনেক বেশি পেশাদারিত্ব দেখিয়েছে।”
আরও পড়ুনঃ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল ভারত
ইংল্যান্ডের চাপের কাছেই নতিস্বীকার করতে হয়েছে ভারতকে, তাও মেনে নিচ্ছেন। চতুর্থ ও পঞ্চম বোলার হিসেবে শাহবাজ নাদিম ও ওয়াশিংটন সুন্দর কার্যকর ভূমিকা পালন করতে পারেননি। বোলিং ইউনিট হিসেবে আমরা প্রথম ইনিংসে ততটা চাপই রাখতে পারিনি। অনেক বেশি রান দিয়েছি যে কারণে। ঠিক এই কারণেই বিপক্ষ টিমের ব্যাটসম্যানরা রান পেয়েছে। কোনও অজুহাত দিচ্ছি না। আগামী শনিবার চেন্নাইতেই হবে দ্বিতীয় টেস্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584