বিরাট আমাদের কাছে আর পাঁচজন প্লেয়ারের মতই, বলছেন পেইন

0
46

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

সিডনিতে পৌঁছেই সদ্য অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। খেলা শুরুর আগেই মাঠের বাইরে থেকে আসছে একের পর এক আক্রমণ যা সিরিজ শুরুর আগে যথেষ্ট চাপে রেখে দিচ্ছে টিম বিরাটকে। এবার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন বিরাট কোহলি ও টিম ইন্ডিয়া সম্পর্কে আনলেন হুঙ্কার তিনি জানালেন, আর পাঁচজনের মতো বিরাটকে দেখেন তিনি। আর অজি খেলোয়াড়রা ভারতীয় অধিনায়ককে ‘ঘৃণা করতে ভালোবাসেন’।

cricketer virat kholi | newsfront.co

অস্ট্রেলিয়ার মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎ কারে পেইন জানান, “বিরাট কোহলিকে নিয়ে আমায় প্রচুর প্রশ্ন করা হয়। সত্যি এত প্রশ্ন ওকে নিয়ে আমায় বিব্রত করে কারণ ও আমার কাছে পাঁচজনের মতো খেলোয়াড়। ওটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই। টসের সময় ওর সঙ্গে দেখা হয়। ওর সঙ্গে খেলি। সেটাই যা হয়। এর বাইরে আর কিছু না ভারত খেললে আমরা পুরো ভারতীয় দল নিয়েই মাথা প্লানিং করি তার একটা অংশ বিরাটও এই যা।”

আরও পড়ুনঃ ভারতীয় পেস বোলিংকে হুঙ্কার স্মিথের

অজি অধিনায়ক আরও জানান, “বিরাটকে নিয়ে ব্যক্তিগতভাবে দু’ধরনের মানসিকতা আছে। ‘বিরাটের বিষয়টি মজাদার। আমরা ওকে ঘৃণা করতে ভালোবাসি। একইসঙ্গে ক্রিকেটভক্ত হিসেবে ওর ব্যাটিং দেখতে ভালোবাসি। সেরকম ক্ষেত্রে ও অবশ্য মেরুকরণ করতে পারে। ওকে ব্যাট করতে দেখতে আমাদের ভালো লাগে। তবে ওর বেশি রান দেখতে মোটেও ভালো লাগে না।”

২০১৮ সালে মাঠে পেইন এবং বিরাটের দ্বৈরথ দেখা গিয়েছিল। দু’জন একে অপরের কাছেও চলে এসেছিলেন। তবে তা পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যায়নি। পেইন বলেন, “অস্ট্রেলিয়া ও ভারত সর্বদাই এটা উত্তেজক লড়াই। ও অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলোয়াড় এবং আমিও তেমন।

আরও পড়ুনঃ দীপাবলিতে বিরাট বার্তা বাজি না ফাটানোর

তাই আগে কয়েকটি এমন ঘটনা হয়েছে এটা যে কেউ থাকলেই হতে পারে।আর এটা বিরাট বলে শুধু নয় বিপক্ষ দলের সেরা খেলোয়াড়কে দেখলে মুখোমুখি লড়াইতে উদ্দীপনা একটু বেশিই হয় যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হলে বিপক্ষে বেন স্টোকস থাকলে লড়াইয়ের তেজ বাড়ে তেমন ভারতের যেহেতু বিরাট সেরা খেলোয়াড় বিরাট থাকলে সেটা হয় আর কিছু নয়।”

প্রসঙ্গত পেইন খেলে শুধু টেস্ট ম্যাচ তাই বিরাট ও অস্ট্রেলিয়ান অধিনায়কের পুরোনো লড়াই শুধু প্রথম গোলাপি বল টেস্টে দেখা যাবে তার পরে বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here