অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা সময়ে আট মাস ক্রিকেট বন্ধ থাকলেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি এখনও বিরাট কোহলি। টানা চতুর্থ বছর, জানাল ডাফ অ্যান্ড ফেল্পস। ২০২০ সালে ভারতের অধিনায়কের ব্র্যান্ড ভ্যালু ২৩৭.৭ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা ১,৭৩৩ কোটি ৮৯ লক্ষের কিছু বেশি! করোনার কারণেও বিরাটের ব্র্যান্ড ভ্যালু নড়ে নি।
সর্বোচ্চ মূল্যের সেলেব তালিকার প্রথম দশে বিরাটই একমাত্র খেলার মাঠের। ফিল্মজগতের বাকি নয়জন। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে অক্ষয় কুমার ও রণবীর সিং। অক্ষয়ের ব্র্যান্ড ভ্যালু ১১৮.৯ মিলিয়ন ইউএস ডলার, রণবীরের ১০২.৯ মিলিয়ন। অক্ষয়ের প্রায় দ্বিগুণ ব্র্যান্ড ভ্যালু বিরাটের।
আরও পড়ুনঃ নিজের শততম টেস্টে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক রুট
তবে, সেরা কুড়ি সেলেব-এর ব্র্যান্ড ভ্যালু এই করোনাবর্ষে প্রায় পাঁচ শতাংশ কমেছে, মোট হিসাবে যা ১ বিলিয়ন ইউএসডি। ৫১.১ মিলিয়ন নিয়ে চতুর্থ শাহরুখ খান, দীপিকা পাডুকোন আছেন পঞ্চম স্থানে (৫০.৪), ষষ্ঠ স্থানে উঠে এসেছেন আয়ুষ্মান খুরানা ও আলিয়া ভাট (৪৮), আর দুধাপ পিছিয়ে সলমন খান আছেন অষ্টম স্থানে (৪৫)। নবম এবং দশম যথাক্রমে অমিতাভ বচ্চন (৪৪.২) এবং হৃতিক রোশন (৩৯.৪)।
ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা জায়গা পেয়েছেন প্রথম কুড়িতে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক আছেন সপ্তদশ স্থানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584