ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট
আজ কানপুর গ্ৰিণ পার্ক স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে কোহলির ওয়ানডে ক্যারিয়ারের মোট রান ছিলো ৮৯১৭। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে নয় হাজার রানের ক্লাবে প্রবেশ করতে প্রয়োজন ছিলো আর মাত্র ৮৩ রান। ম্যাচের ৩৭তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে সেই কীর্তি স্পর্শ করেছেন তিনি।
নয় হাজার রান করতে বিরাট কোহলি খেলেছেন মাত্র ১৯৪ ইনিংস। তার চেয়ে কম ইনিংসে ওয়ানডে ক্রিকেটে নয় হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। দ্বিতীয় দ্রুততম ২০৫ ইনিংস খেলে নয় হাজার রান করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেরা পাঁচের তালিকার পরের তিনজন সৌরভ গাঙুলি (২২৮), শচীন টেন্ডুলকার (২৩৫) এবং ব্রায়ান লারা (২৩৯)। এমন সব কিংবদন্তিদের পেছনে ফেলে শীর্ষস্থানে কোহলি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584