দীপাবলিতে বিরাট বার্তা বাজি না ফাটানোর

0
62

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে একই সঙ্গে তার অনুরোধ, বাজির ব্যবহার যেন একেবারেই না করা হয়। ব্যাপকহারে বাজি ব্যবহারের ফলে ভারতে ভয়াবহ বায়ুদূষণের ঘটনা ঘটে। প্রতিবছর এই দূষণের ঘটনা ঘটলেও বাজি ব্যবহার কিছুতেই কমছে না।

virat kohli | newsfront.co
বিরাট কোহলি

এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন কোহলি। সেখানে ২৭ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ান-ডে সিরিজ। তারপর আছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। কোহলি অবশ্য প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন। কারণ তার স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। প্রথম সন্তান জন্মের সময় তিনি তার স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চান।

আরও পড়ুনঃ রোহিত আইপিএলে পুরো ফিট ছিল না, বলছেন সৌরভ

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বার্তার মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিরাট। কোহলি বলেছেন, “আপনাকে ও আপনার পরিবারকে আমার পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা। শান্তি, সমৃদ্ধি ও আনন্দ সঙ্গী হোক আপনাদের। দয়া করে পরিবেশের কথা মাথায় রেখে কেউ বাজি পোড়াবেন না। বাড়িতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, আনন্দ করুন প্রদীপ জ্বালিয়ে, মিষ্টিমুখ করে।” প্রসঙ্গত বাজির দূষণে করোনা রুগী দের ক্ষতি হবে সেই কারণে চিকিৎসকরা এবার দীপাবলিতে বাজি না ফাটানোর অনুরোধ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here