অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে খারাপ খবর ভারতীয় শিবিরে। মোতেরাতে গোলাপি বল টেস্টে নির্বাসিত হতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
দ্বিতীয় টেস্টে ম্যাচের তৃতীয় দিনের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে অধিনায়ক জো রুটকে নট-আউট দেন আম্পায়ার নীতীন মেনন। রিভিউর সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু সেখানেও অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হয়।
আরও পড়ুনঃ গ্যালারিতে বসেও বিতর্কে ফাউলার, শোকজ নোটিস ফেডারেশনের
এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার নিজের হতাশা প্রকাশ করতে থাকেন কোহলি। অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে কোহলির বাক্য বিনিময়ের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। সেখানেই স্পষ্ট দেখা যায়, জো রুটকে আউট না দেওয়ায় বেশ ক্ষুব্ধ কোহলি। আর এই কারণেই তাঁকে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুনঃ চিপকে জিতে ধোনিকে ছুঁলেন বিরাট
তবে অধিনায়কের শাস্তি হবে কি না, তা নির্ভর করছে কোহলির আচরণ নিয়ে কী রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি জভগল শ্রীনাথ, তার উপর। আম্পায়ারের সঙ্গে বিরাটের ব্যবহার অখেলোয়াড়োচিত মনে হলে আইসিসির কোড অফ কনডাক্ট অনুযায়ী শাস্তি হতে পারে তাঁর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584