অস্ট্রেলিয়াতে শেষ দুই টেস্ট নাও খেলতে পারেন বিরাট

0
83

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়াতে প্রায় নয় মাস পরে করোনা পরবর্তী সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্ট খেলবে টিম কোহলি। আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে।

cricketer virat kholi | newsfront.co

এই গুরুত্বপূর্ণ সিরিজে স্বয়ং ভারত অধিনায়কের সব টেস্টে মাঠে নামতে পারা নিয়ে অনিশ্চিয়তা! সিরিজের শেষ দু’টো টেস্টে অনুপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি তার কারণ আগামী জানুয়ারিতে সন্তানের পিতা হবেন বিরাট। যে কারণে সেই সময় দেশে ফিরে আসতে পারেন তিনি। যদিও বিরাট এখনও কিছু জানান নি বোর্ডকে।

যদিও বোর্ড জানিয়েছে, তারা ক্রিকেটারদের পরিবারকে অগ্রাধিকার দিতে চায়। কোহলি যদি চান দেশে ফিরে আসতে, তা হলে কোনও অসুবিধা নেই। সেক্ষেত্রে সিরিজের শেষ দু’টো টেস্টে তিনি খেলতে পারবেন না।

আরও পড়ুনঃ আইপিএল সফল হওয়ার জন্য ক্রিকেটারদের ধন্যবাদ জানালেন সৌরভ

পরিস্থিতি সুস্থ-স্বাভাবিক থাকলে তাহলে কোহলি হয়তো একটা টেস্ট খেলতেন না। সন্তানকে দেখে ফের ফিরে যেতেন শেষ টেস্ট খেলতে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। অতিমারির কারনে বদলে গিয়েছে নিয়মকানুন। কোয়ারেন্টিন থাকতে হয়। প্রসঙ্গত, কোহলির ক্ষেত্রে শুধু নয়। প্রসঙ্গত গতকালই ভারত অধিনায়ক বায়ো বলয় নিয়মের কথা বলে সিরিজ ছোটো করার কথা বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here