অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দশকের সেরা দল ঘোষণা করল আইসিসি, ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকারদের ভোটে এই দল গঠন হয়। আইসিসি যে তিন ফর্ম্যাটে দল করে তিনটে দলেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
কোহলি আবার দশকের সেরা টেস্ট দলের অধিনায়কও হন। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি দলেই রয়েছেন তিনি।দশকের সেরা ক্রিকেটার হিসেবে টেস্ট দলে কোহলি ছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্য দিকে, আইসিসি-র বিচারে বিরাট ছাড়াও রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি ওডিআই এবং টি-টোয়েন্টিতে দশক সেরা দলে রয়েছেন।
আইসিসি-র ওডিআইতে র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলারের জায়গা দখল করেছিলেন জশপ্রীত বুমরাহ। তবে সেই আইসিসি-র বিচারেই ওডিআই দলে জায়গা হয়নি তাঁর। যদিও টি-টোয়েন্টির দশকসেরা দলে ঢুকেছেন বুমরা।যে ৫ ভারতীয় ক্রিকেটার আইসিসি-র কোনও না কোনও দশকসেরা দলে রয়েছেন, তাঁদের মধ্যে জসপ্রীত বুমরাহ।
আইসিসি-র দশক সেরার দলে নাম রয়ছে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার। টেস্ট দলে জায়গা না হলেও টি-টোয়েন্টি এবং ওডিআই- দু’দলেই রয়েছেন হিটম্যান।টি-টোয়েন্টি এবং ওডিআই কেরিয়ারে দেদার রান কুড়িয়েছেন রোহিত শর্মা।টেস্টে দশক সেরা রবিচন্দ্রন অশ্বিন। বিদেশের মাটিতে তো বটেই, দেশের মাটিতেও টিম ইন্ডিয়ার বহু জয়ের শরিক অশ্বিন। রোহিতের মতোই টেস্ট দলে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনি।
আইসিসি-র বিচারে দশকসেরা ওডিআই এবং টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়ে। ২০১১-র আইসিসি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের রেকর্ডই তাঁর হয়ে কথা বলছে। দেশের অন্যতম সফল অধিনায়ক ধোনি ৭২টি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ১৪-তে ওই ফরম্যাটের আইসিসি বিশ্বকাপের ফাইনালের দু’বছর পর ফের সেমিফাইনালে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুনঃ চোট সারিয়ে বাংলা অনুশীলনে ঈশান
কেরিয়ারে ৩৫০টি ওডিআই খেলেছেন ধোনি। তাতে সর্বোচ্চ ১৮৩ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি বহু ম্যাচ জেতানো মুহূর্তও রয়েছে। রয়েছে ১০৭৭৩ রান। এর সঙ্গে ১০টি সেঞ্চুরিও যোগ করে নিন। টি-টোয়েন্টিতেও ধোনির কেরিয়ার কম আকর্ষণীয় নয়। চলতি বছরের ১৫ অগস্টে অবসরের আগে ৯৮ আন্তর্জাতিক ম্যাচে ১৬১৭ রান রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১২৬.১৩।
আরও পড়ুনঃ অধিনায়কের দায়িত্বই বদলে দিল ব্যাটসম্যান রাহানেকে
একমাত্র এশীয় ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব রয়েছে বিরাট কোহালির। ২০১৪-’১৫ মরসুমে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে প্রায়শই নয়া নজির গড়েছেন তিনি। ৫৬টি টেস্ট ম্যাচে ৩৩টি জয় এসেছে তাঁর নেতৃত্বে।
বিরাট -ধোনিদের পাশাপাশি টি-টোয়েন্টির দলে রয়েছেন ক্রিস গেল অ্যারন ফিঞ্চ, এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কায়রন পোলার্ড লাসিথ মালিঙ্গারা। তবে চমকে দিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ওয়ান ডে তে ওয়ার্নার, ডেভিলিয়ার্সের পাশাপাশি রয়েছেন শাকিব আল হাসান, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির এবং মালিঙ্গা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584