দশকের সেরা ওডিআই ক্রিকেটার বিরাট

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এই বছরটা একদমই ভালো যায়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য। ক্রিকেট জীবনে এই প্রথম ২০২০ সালে ব্যাট হাতে শত রান পাননি বিরাট। তবুও বছরটা কোহলিকে নিরাশ করলো না। রবিবার দশকের সেরা টি-২০, ওডিআই ও টেস্ট দল ঘোষণা করেছিল আইসিসি।

Virat Kohli | newsfront.co
বিরাট কোহলি

এবার দশকের সেরা ওডিআই ক্রিকেটার ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।শেষ ১০ বছরে ওডিআইতে সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে বেছে নিল আইসিসি।

Mahendra Singh Dhoni | newsfront.co
মহেন্দ্র সিং ধোনি

২০০৮ সালে দেশের হয়ে ক্রিকেটে অভিষেক, এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। পরের সময়টা আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিরাটকে। এই দশকে ৩৯টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি।

Rashid Khan | newsfront.co
রশিদ খান

ওডিআইয়ে বিরাটের ব্যাটিং গড় ৬১.৮৩। ব্যাটে অনবদ্য পারফর্ম্যান্সের পাশাপাশি ১১২টি ক্যাচ নিয়েছেন। এছাড়া ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। বিরাট বলেন, “এই সম্মান সতীর্থদের ছাড়া সম্ভব হত না ওদের ধন্যবাদ।”

আরও পড়ুনঃ দশকের সেরা দলের তিন ফরম্যাটেই আছেন বিরাট

Steve Smith | newsfront.co
স্টিভ স্মিথ

অন্যদিকে ক্রিকেট স্পিরিটের জন্য সেরা ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি ২০১১ সালে টেস্ট ইংল্যান্ডে টেস্ট সিরিজে নটিংহাম টেস্টে আম্পিয়ার আউট দিলেও যেভাবে ইয়ান বেলকে ফিরিয়ে আনেন মাহি সেটা মন কাড়ে বিচারকদের।দশকের সেরা টেস্ট ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দশকের সেরা টি-টোয়েন্টি আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here