অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটারদের উপর অস্ট্রেলিয়া সমর্থকদের বর্ন বিদ্বেষমূলক মন্তব্যে গর্জে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা তাই একটা টেস্ট খেলেই ভারতে চলে এসেছেন বিরাট। তবে এই ঘটনায় চুপ থাকতে পারেননি তিনি।
টুইটে বিরাট পুরো ঘটনার কড়া নিন্দা করে লেখেন, “পুরো বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার দ্রুত পদক্ষেপ নিতে হবে, তবেই সবকিছু শান্ত হবে।“ এরপর বিরাট আরও একটি টুইট করেছেন।
সেখানে কোহলি লেখেন, “বর্ণ নিয়ে কটূক্তি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বাউন্ডারি লাইনে সামনে থাকা ফিল্ডারের উপর বারবারই ফ্যানেরা আক্রমণ করেন। কঠোর শাস্তির মাধ্যমে এটা বন্ধ হওয়া দরকার। সিডনির ঘটনা সব মাত্রা ছাপিয়ে গিয়েছে। মাঠে এমন ঘটনা ঘটছে দেখে ক্রিকেটার হিসেবে হতাশ।“ এদিকে এই ঘটনার পরে ইতিমধ্যেই আইসিসিকে লিখিত অভিযোগ জানিয়েছিল বিসিসিআই।
আরও পড়ুনঃ বর্ন বিদ্বেষ মন্তব্যকারী অভিযুক্তদের শাস্তি চাইলেন হাসি ও ওয়ার্ন
রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়, ‘খেলার দুনিয়ায় বর্ণে বিভেদের কোনও জায়গা নেই। ফ্যানেদের এমন নিচু মানসিকতা বিপজ্জনক, এমন মেনে নেওয়া যায় না। ক্রিকেট অস্ট্রেলিয়া কে তদন্ত করতে বলছি । সেই রিপোর্ট চাই ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584