টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ইনিংস শেষ বিরাট কোহলির

0
52

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সোমবার জয়ের মুখ দেখে টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব পর্ব শেষ হল বিরাট কোহলির। কোহলির সাথে সাথে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতও। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন কোহলি।

Virat Kohli
বিরাট কোহলি

লেখেন, ‘একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। তবে শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমাদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। সবার থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয় এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিজ্ঞা করছি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ।’

ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গে কোহলি জানান, ‘এটা এক ধরনের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা অত্যন্ত সম্মানের একটা দায়িত্ব। তবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করার সঠিক সময় এটাই। গত ৬-৭ বছর একটানা ক্রিকেটে অনেকটা প্রেসার নিতে হয়েছে। তবে এই যাত্রাটা বেশ মজাদার ছিল। ছেলেরা অসাধারণ খেলেছে, আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। হয়ত বিশ্বকাপে খুব বেশিদূর যেতে পারিনি আমরা। তবে টি-২০ ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে উপভোগ করেছি। শুধু প্রথম দু’টো ম্যাচে আমরা সাহসী হতে পারিনি।’

আরও পড়ুনঃ আফগানদের হারে বিশ্বকাপ অভিযান শেষ কোহলিদের

ভারতের টি২০ অধিনায়ক হিসেবে কোহলি ম্যাচ খেলেছেন ৫০টি, জিতেছেন ৩২টি, হেরেছেন ১৬টি এবং দু’টি ম্যাচের ফলাফল হয়নি। ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগেই ভারতীয় দলে কোচ হিসেবে যোগ দেবেন রাহুল দ্রাবিড়। আর তার মধ্যেই দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here