অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরুর মুহূর্তে রোহিত শর্মা বিতর্ক। ভারত অধিনায়ক বিরাট কোহলি হিটম্যানের চোট নিয়ে স্বচ্ছতা ছিল না বলে জানান। কোনও সফরের আগে এটা যে মোটেই আদর্শ পরিস্থিতি নয়, সেটাও জানিয়েছেন বিরাট।।
তিনি বলেছেন, “দুবাইয়ে নির্বাচনী বৈঠকের দু’দিন আগে আমরা ইমেল পেয়েছিলাম যে আইপিএল চলাকালীন পাওয়া চোটের জন্য এই সফরে ওকে পাওয়া যাবে না। তাতে বলা হয়েছিল দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে রোহিতকে। দরকার রিহ্যাবেরও। এই চোটের ব্যাপারে সব কিছু রোহিতকে নাকি ব্যাখ্যা করা হয়েছিল। সেটা ও বুঝেও ছিল। নির্বাচনের জন্য তাই ওর নাম বিবেচিত হয়নি।“
আরও পড়ুনঃ বায়ো বলয়ে গ্রিন করিডর করলো সিএবি
অধিনায়ক বিরাটের আরও দাবি, “নির্বাচনী বৈঠকের আগে আমরা ঠিক এইটুকু তথ্যই পেয়েছিলাম। তার পরও আইপিএলে খেলেছিল। আমরা তাই ভেবেছিলাম যে ও অস্ট্রেলিয়ার উড়ানও ধরবে। কিন্তু ও তা করেনি। কেন ও আমাদের সঙ্গে আসেনি তা নিয়ে আমাদের কিছু জানানো হয়নি, দলের কাছে খবর রয়েছে যে ১১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রোহিতের চোটের অবস্থা দেখা হবে। বুঝতে পারছি না ঋদ্ধিকে দলের সঙ্গে রিহ্যাব করতে আনা হল রোহিত ও ইশান্তকে আনলে কি অসুবিধা হতো জানি না।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584