অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। কিন্তু দেশে ফেরার আগে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হওয়ার জ্বালা বয়ে বেড়াতে হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তাই জানা গেছে দেশে ফেরার আগে সতীর্থদের চাঙ্গা করতে বিশেষ বৈঠক করবেন তিনি। একইসঙ্গে তরুণদের সাহস জোগানোর চেষ্টাও করবেন তিনি। ০-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়া ভারতীয় দলকে ঘুরে দাঁড়ানোর লড়াইতে নামতে হবে।
অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্টে বিধ্বস্ত হওয়ার পর সতীর্থদের মানসিক ভাবে উদ্দীপ্ত করাই এই বৈঠকের লক্ষ্য বলে জানা গিয়েছে। টিম পেনের দল ৮ উইকেটে প্রথম টেস্ট জেতার পর কোহালি বলেছিলেন, তৃতীয় দিন সকালে ভারতীয় ব্যাটসম্যানদের থেকে ইন্টেন্ট বা তাগিদ দেখা যায়নি।
আরও পড়ুনঃ ক্রিকেটে কখনও কখনও এমন হয় বলছেন পৃথ্বী
৬২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে এমন ভেঙে পড়া যে মেনে নিতে পারছেন না, তা বুঝিয়েও দিয়েছেন তিনি। প্রথম ইনিংসের মতো শৃঙ্খলা দেখাতে ব্যর্থ হয়েছিলেন ব্যাটসম্যানরা, বলেছিলেন তিনি। মনে করা হচ্ছে বৈঠকে এই ব্যাপারেই কোহালি মুখ খুলবেন।
দ্বিতীয় টেস্ট থেকে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্কে রাহানে। মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584