শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
দেশের ক্রিকেট বোর্ডের সাথে কোহলির সম্পর্কে চিড় ধরেছে তা স্পষ্ট বর্তমান পরিস্থিতিতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নিজে থেকেই ছেড়ে দিয়েছিলেন টি-২০ দলের অধিনায়কের পদ। পরবর্তীতে ভারতীয় বোর্ড বিসিসিআই কোহলির সাথে আলোচনা করে ওয়ানডে ফরম্যাটে কোহলিকে সরিয়ে দেন অধিনায়কের পদ থেকে। সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়কের পদ তুলে দিয়েছেন রোহিত শর্মার কাঁধে। এখন শুধুমাত্র লাল বলের ফরম্যাটে অধিনায়কের পদে থাকছেন বিরাট কোহলি।
সামনে দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরে রোহিত শর্মার নেতৃত্বে খেলবেন কোহলি। কিন্তু মাঝে গুঞ্জন উঠেছিল মেয়ের জন্মদিনের জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। বোর্ডের তরফ থেকেই এমন নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং বিরাট কোহলি। তিনি এই প্রসঙ্গে বোর্ড কে একহাত নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানালেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন।
I told them at that point, clearly, that if the office bearers or the selectors don’t want me to handle either of the responsibility, I am fine with it. I said this clearly when I approached the BCCI to discuss my T20I captaincy: Virat Kohli on T20 captaincy (2/2)
— ANI (@ANI) December 15, 2021
Virat Kohli was replying to ANI's question if Selectors and BCCI discussed ODI captaincy with him
— ANI (@ANI) December 15, 2021
সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, “একদিনের ক্রিকেট খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। শোনা যাচ্ছিল আমার অন্য কোথাও যাওয়ার কথা, এটা পুরোপুরি ভুল। টেস্ট দল নির্বাচনের দেড় ঘন্টা আগে আমাকে প্রধান নির্বাচক ফোন করেন। তারপরে ফোনে বলেন আমাকে আর ওয়ানডে অধিনায়ক রাখা হচ্ছে না।”
আরও পড়ুনঃ বিশ্বকাপের পর এবার মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন ডেভিড ওয়ার্নার
কোহলির ছুটি নেওয়ার খবরটি নিয়ে শেরগোল পড়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে। অবশেষে যাবতীয় বিতর্ক থামিয়ে দলে থাকছেন বলে ঘোষণা দিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584