Virat Kohli: আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট

0
71

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

আসন্ন বিশ্বকাপের পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে একথা নিজেই জানালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ক্রিকেটের ছোট ফরম্যাটে থেকে ইস্তফা দেবেন এই ভারতীয় ক্রিকেটার।

Virat Kohli
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কোহলি লিখেছেন, ‘যতটুকু পেরেছি, নিজের সেরা পারফর্মেন্স দিয়ে ভারতকে প্রতিনিধিত্ব করেছি এবং নেতৃত্বও দিয়েছি। এগুলো করতে পেরে আমি সত্যিই গর্বিত। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা চলাকালীন যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার সতীর্থ, কোচিং স্টাফ, কোচ যাঁরা ছিলেন এবং গোটা ভারতীয় ক্রিকেট দলের জন্য যাঁরা প্রার্থনা করেছেন, সেই সকল দেশবাসীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই’।

ওই বিবৃতিতে কোহলি আরও লিখেছেন যে, ‘কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলেই পরের মাসে অর্থাৎ অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির ছোট ফরম্যাটের অধিনায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথা হয়েছে বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।টি-টোয়েন্টির অধিনায়ক থাকাকালীন আমি দলের হয়ে নিজের সর্বস্ব দিয়েছি। এবার ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here