বোলিং জাদুতে চেন্নাই টেস্ট জয়ের রাস্তা তৈরি ভারতের

0
75

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

india | newsfront.co

অস্ট্রেলিয়া সফরের পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া। সেখানে যেমন অ্যাডিলেডে প্রথম টেস্টে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টে রাহানের নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। চেন্নাইয়েও স্ক্রিপ্ট ঠিক তেমনই। প্রথম টেস্টে চিপকে ইংল্যান্ডের কাছে মাথা নিচু হতে হয়েছে টিম বিরাটের।

cricket match | newsfront.co

কিন্তু দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো তারা। দ্বিতীয় ইনিংসে হাতে ২৪৯ রানের বড় লিড ও নয় উইকেট রবিবার দিনের শুরুতেই ভারতের টেল-এন্ডাররা প্যালিভিয়নে ফেরেন। কিন্তু বল হাতে নেমেই ঘূর্ণির সামনে ইংল্যান্ড ব্যাটিংকে। প্রথমেই ইংল্যান্ড ওপেনার বার্নসকে পাভিলিয়নে ফেরান ইশান্ত শর্মা এরপর অশ্বিন বল হাতে নিয়ে ম্যাজিক দেখান সিবলি, লওরেন্সকে আউট করেন তিনি, এরপর গত ম্যাচর নায়ক ব্রিটিশ অধিনায়ক জো রুটকে টার্নিং ট্র্যাকে ফেলে ছয়নরানের মাথায় আউট করেবদেন অক্ষর প্যাটেল বেকায়দায়বফেলে ভারত।

আরও পড়ুনঃ এবার রোজভ্যালি কাণ্ডে তলব ইস্টবেঙ্গল শীর্ষ কর্তাকে

indian cricket team | newsfront.co

আরও পড়ুনঃ ভালোবাসার দিনে হার্টকে ঠিক রাখতে বার্তা মহারাজের

এরপর ওলি পোপ (২২) ও বেন ফোকস্ হাল ধরেন। ইংলিশ উইকেট কিপার অপরাজিত থেকে গেলেও অশ্বিনরা উইকেটে টিকতে দেননি বাকিদের। ফলস্বরূপ, কয়েক ঘণ্টার মধ্যেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস১৩৪ রানে।

পাঁচটা উইকেট তুলে নিয়ে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতীয় স্পিনার। এই নিয়ে কেরিয়ারে তিনি ২৯ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। দুটি করে উইকেট পান অক্ষর ও ইশান্ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুভমন গিলের উইকেট হারিয়ে ৫৪ রানে এক উইকেট ভারতের বল ঘুরছে বিরাটদের আর ইনিংস ১০০ রান লিড হয়ে গেলে ম্যাচ জেতা অসম্ভব হবে ইংল্যান্ডের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here