মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
লন্ডনের পর এবার দুবাইয়ে রাখা হল বিরাট কোহলির মোমের মূর্তি। ২০১৯ সালের বিশ্বকাপের সময় লন্ডনে ‘কিং কোহলি’-র মোমের মূর্তি উন্মোচন করা হয়েছিল। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে বসানো হল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি-র মূর্তি।
একদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যদিকে চলছে দুবাই এক্সপো। এই দুই অনুষ্ঠানের কথা মাথায় রেখেই কোহলি-র মোমের মূর্তি বসানো হল মাদাম তুসো মিউজিয়ামে। কোহলি ছাড়াও এই মিউজিয়ামে রয়েছে লিওনেল মেসি ও পপ গায়ক রিহানার মূর্তিও। সব মিলিয়ে ৬০ জন ভারতীয় তারকার মোমের মূর্তি রয়েছে এই মিউজিয়ামে।
মাদাম তুসো’র তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, “আমরা এই মিউজিয়ামের দ্বার সকলের জন্য খোলা রেখেছি। স্থানীয় পর্যটকদের পাশাপাশি বাইরে থেকেও পর্যটকরা এসে দেখে যেতে পারেন এই মিউজিয়ামে রাখা মূর্তিগুলিকে। এই অঞ্চলের বিভিন্ন শিল্পীদের হাতেই গড়ে উঠেছে এই মিউজিয়াম।”
আরও পড়ুনঃ শীঘ্রই বদলাতে চলেছে ফেসবুকের নাম, ঘোষণা হবে আগামী সপ্তাহেই
আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলতে নামবে ভারতীয় দল। আর তাদের প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান। এর ঠিক আগেই দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে বসানো হল ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি-র মোমের মূর্তি। ফলে স্বভাবতই আনন্দ পাবেন কোহলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584