রাহানে ভালোই নেতৃত্ব দেবেঃ বিরাট

0
58

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কেন পিতৃত্বকালীন ছুটিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসছেন সেটা নিয়ে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরাট না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি ৩ টেস্টে অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন ভারতকে। অতীতে সুনীল গাভাসকার রাহানের উপর ভরসা রেখেছিলেন এবার বিরাট নিজেও রাখলেন।

Captain Virat Kohli | newsfront.co

অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্টের আগে তিনি সাংবাদিকদের জানান, “প্রথমত, রাহানে ও আমি কয়েক বছর ধরে একটা পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলেছি টেস্ট ক্রিকেটে। দলকে ও ভালো মত চেনে ও জানে। রাহানের উপর দল অনেক নির্ভরশীল। দুটো প্র্যাক্টিস ম্যাচে রাহানেও দারুণ করেছে। ওকে খুব জমাট দেখাচ্ছে।

আরও পড়ুনঃ ঘোষিত ভারতের প্রথম একাদশ দলে ঋদ্ধি

কীভাবে খেলি, কী ভাবে পরিস্থিতির মুখোমুখি হই, তা আমাদের অজানা নয়। আমরা দু’জনে বইয়ের একই পৃষ্ঠায় অবস্থান করছি এইসব ব্যাপারে। আর আমি নিশ্চিত আমার অনুপস্থিতিতে রাহানে দারুণ ভাবে দায়িত্ব সামলাবে। আমি আশা চাইবো ওর ব্যাট থেকে ভালো রান আসুক ও দারুন নেতৃত্ব দিয়ে দলকে জেতাক আমার বিশ্বাস ও পারবে কাজটা করতে। ”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here