অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে গিয়ে আসে খারাপ খবর। পিতৃহারা হন তরুণ পেস বোলার মহম্মদ সিরাজ।
বিসিসিআইয়ের তরফে সিরাজকে প্রস্তাব দেওয়া হয় যে, “তিনি চাইলে সফর ছেড়ে দেশে ফিরতে পারেন। তবে সিরাজ অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। তাকে এই সিদ্ধান্তর জন্য উৎসাহ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।”
আরও পড়ুনঃ শাস্ত্রী মন্তব্যে রোহিত, ইশান্তের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে সংশয়
অনুশীলনের ফাঁকে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ জানান , বাবার মৃত্যু আমার অপূরণীয় ক্ষতি। তবু বাবার শেষকৃত্যে যোগ না দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক শক্তি জুগিয়েছেন আমার মা ও অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুনঃ বাবার শেষকৃত্যে যোগ না দিয়ে ‘দেশ আগে’ প্রমাণ করলেন সিরাজ
সিরাজ বলেন, “বিরাট ভাই বলে, মিয়াঁ টেনশন নিস না। মনকে শক্ত কর। তোর বাবা চাইতেন তুই ভারতের হয়ে মাঠে নাম। সেটাই কর। চাপ নিস না। দল সঙ্গে আছে।” প্রসঙ্গত তার বাবা মারা যাওয়ার অবস্থায় তিনি ঘরোয়া ক্রিকেটে শত রান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584