খারাপ পারফরমেন্স করায় এবার কেকেআর-কে বিঁধলেন বীরু

0
69

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

চেন্নাইয়ের পরে কলকাতা এই আইপিএলে যতবার খারাপ পারফরমেন্স করেছে সিএসকে তাদের অধিনায়ক ধোনি-সহ বাকি ক্রিকেটারদের এক হাত নেন বীরু।

Virender Sehwag | newsfront.co
বীরেন্দ্র সেহবাগ

এবার কেকেআরকেও তাঁদের ক্রমাগত ব্যর্থতার জন্য একহাত নিলেন নজফগরের নবাব। কড়া ভাষায় না হলেও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিলেন তিনি।

আরও পড়ুনঃ অবসর নিলেন পাক পেসার উমার গুল

তাঁর কথায়, ”দলটা খুব ব্যালেন্স তবে কিছু জায়গায় গলদ আছে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কলকাতা, যেটা একটা বড় দলের কাছে আশা করা যায় না। প্রত্যেককে খোলা মনে খেলতে দেওয়া উচিত। এই দলটিকে এই মুহুর্তে বিটস অ্যান্ড পিসেস সাইড মনে হচ্ছে। অধিনায়কের উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া।

আরও পড়ুনঃ ফের মুম্বইয়ের কাছে হার কেকেআর-এর

শুভমন গিলকে পরামর্শ দেওয়া উচিত যে হয় পাওয়ার প্লেতে আগ্রাসী ভূমিকা নিক নইলে ওর ব্যাটিং পজিশন পরিবর্তন করা উচিত। তার উচিত টিমকে নিয়ে বসে যে জায়গাগুলিতে সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা করা। কোনও দলকে সব সময় তাদের পজিটিভ নিয়ে কাজ করা উচিত এবং প্রথম একাদশ নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত আগামী দিনে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here