প্রধানমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি থেকে পদত্যাগ করলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট

0
204

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত স্তব্ধ জনজীবন। সর্বত্র ত্রাহি ত্রাহি রব। প্রায় প্রতিদিনই চার হাজার পেরোচ্ছে মৃত্যুর পরিসংখ্যান। বাড়ছে মৃত্যু মিছিল, গণ শব দাহ। দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে পদত্যাগ করলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট শাহিদ জামিল।

shahid jameel | newsfront.co

ভাইরাস সংক্রান্ত গবেষণার জন্য একটি কমিটি গঠন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই কমিটি, আইএনএসএসিওজি (INSACOG) ফোরামের পদ থেকে পদত্যাগ করলেন ড. শামিল।ড. শাহিদ জামিল জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের “ডবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট” পাওয়া গিয়েছে। সংক্রমনের হার কিছুটা কমলেও দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নীচে নামছেই না।

আরও পড়ুনঃ সঠিক সময়ে পাল্টি মেরেই কি শিঁকে ছিঁড়লেন মুকুল-শুভেন্দু

এক সংবাদমাধ্যমে ড. শাহিদ জামিল জানিয়েছেন, ”করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক আগেই কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা হয়েছিল। জানানো হয়েছিল, মার্চের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে দেশে আর এর পরিস্থিতি হবে ভয়ংকর । কিন্তু তাতে কোনো কর্ণপাত করা হয়নি”।

এই ঘিরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে কেন ড. জামিল প্রধানমন্ত্রীর গড়ে দেওয়া INSACOG থেকে পদত্যাগ করলেন? যদিও এই বিষয়ে কিছু জানাতে চাননি ড. শামিল। তাহলে কি সরকারের সঙ্গে মতের অমিল হওয়ায় এবার সেই কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি।

আরও পড়ুনঃ মদন, শোভনের পর এবার নিজাম প্যালেসে হাজির রত্না

উল্লেখ্য, এর আগে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র সরকারের সমালোচনায় সরব হয়েছে। দায়ী করা হয়েছে, নানা ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক জমায়েতকে। করোনার শৃঙ্খল ভাঙতে লকডাউন নিয়ে সওয়াল করেছিলেন হু প্রধানও। এছাড়া করোনা পরিস্থিতি থেকে বাঁচতে কয়েক সপ্তাহের সম্পূর্ণ লকডাউন প্রয়োজন, এমনটাই জানিয়েছিলেন মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্টোনি ফসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here