নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দেশ জর্জরিত, ঠিক তখনই স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে এই প্রথমবার শূন্য বুটিকের উদ্যোগে ভার্চুয়াল ফ্যাশন শো অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে ৷
সামনে দুর্গাপুজো উপলক্ষে এবং লকডাউনের কথা মাথায় রেখে শূন্য বুটিক তাদের পুজোর কালেকশান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরণের ভার্চুয়াল ফ্যাশন শো – র আয়োজন করেন ৷
আরও পড়ুনঃ মিললো বোনাস, বন্ধ বীরপাড়া চা বাগান শ্রমিকদের
এই লকডাউন পরিস্থিতিতে বুটিকের কর্মীরা পুনরায় তাদের কাজে ফিরে পাওয়ায় খুব আনন্দিত ও উৎসাহিত। শুধু কর্মীরাই নন এই ফ্যাশন শো তে অংশ গ্রহণ করতে আসা মডেলরাও পুনরায় তাদের কাজে ফিরে পেয়ে এবং তাদের কাজ ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ফ্যাশন শো তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মডেলই অংশ গ্রহণ করেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584