ওয়েবডেস্কঃ
আবার বিতর্কে বিরুষ্কা জুটি সহ ভারতীয় ক্রিকেট বোর্ড।গতকাল রাতে লন্ডনে ভারতীয় হাই কমিশনারের ডিনারে টিম ইন্ডিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। সেই ছবি টুইটারে পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবিসিসিআই টুইটারে ছবি পোস্ট করে লেখে, টিম ইন্ডিয়ার সদস্যরা লন্ডনস্থিত ভারতীয় দূতাবাসে।তর্কের সূত্রপাত সেখানেই। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ অনুষ্কা কবে থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হলেন, তা ব্যঙ্গ করে জানতে চাইছেন অনেকে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা তাদের সঙ্গে স্ত্রী বা গার্লফ্রেন্ডকে রাখতে পারবেন না৷ অথচ স্বয়ং অধিনায়ক সেই নিয়ম ভাঙছেন। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে আছেন দলের ভাইস-ক্যাপ্টেন অজিঙ্কে রাহানে৷ আর সামনের সারিতে বিরাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা।
তার উপর বিসিসিআই তার অফিসিয়াল টুইটারে সেই ছবি পোস্ট করে বিতর্কিত ক্যাপ্সেন। তাইতো ক্রিকেটপ্রেমীরা বলছেন কোহলি যদি এমনটি করতে পারেন, তাহলে অন্যরা কি দোষ করল! অনেকে আবার কোহলির সঙ্গে অনুষ্কাও খেলবেন নাকি সেই প্রশ্ন তুলে রসিকতা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584