চিরাচরিত প্রথার পরিবর্তন হচ্ছে বিশ্বভারতী বসন্ত উৎসবের

0
44

পিয়ালী দাস, বীরভূমঃ

বসন্ত উৎসব নিয়ে দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার প্রায় সাত ঘন্টা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত হলো বিশ্বভারতীর বসন্ত উৎসব হবে এবং তা দোলের দিনেই হবে।

এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিশ্বভারতীর কোর্ট মেম্বার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা সমাহর্তা মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্যরা।

vishwa bharati meeting about basanta utsav | newsfront.co
বসন্ত উৎসব ঘিরে বৈঠক। নিজস্ব চিত্র

বৈঠক শেষে অবশেষে সিদ্ধান্তের কথা জানানো হয়।এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষের টালবাহানার পর বসন্ত উৎসব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এগিয়ে আসায় ফের বসন্ত উৎসব হচ্ছে দোলের দিনই।

দোলের দিন বসন্ত উৎসব করার জন্য সমস্ত ধরনের সাহায্য করবে জেলা প্রশাসন বলে বৈঠকে জানানো হয় জেলা প্রশাসনের তরফ থেকে। তবে স্থান পরিবর্তন হতে চলেছে এবছর বসন্ত উৎসবের।

আরও পড়ুনঃ মহিষাদল বইমেলার উদ্বোধনে এসে পাঠককুলকে উৎসাহ দান শুভেন্দুর

চিরাচরিত প্রথা অনুযায়ী হচ্ছে না। তার জায়গায় পূর্ব পল্লী পৌষমেলার মাঠে বসন্ত উৎসব হতে চলেছে। যেহেতু গত বছর বসন্ত উৎসব ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এছাড়াও উপস্থিত পর্যটকদের নিরাপত্তাজনিত সমস্যা হয়েছিল।

সেই কথা মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিশ্বভারতীর কোট মেম্বার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান, “যেদিন পার্থ চট্টোপাধ্যায় আমার বাড়িতে এসেছিলেন সেদিনই তিনি জানিয়েছিলেন সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে প্রশাসনের তরফ থেকে।

আর সেই মতো আজ বৈঠকে সমাধানসূত্র বেরিয়ে এলো। জেলা প্রশাসন সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষকে।”

আরও পড়ুনঃ মাঝপথেই আটক মিড-ডে মিল কর্মী ইউনিয়ন মিছিল

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও জানান, “জেলা প্রশাসনের তরফ থেকে আমরা সমস্ত রকম সহযোগিতার আশ্বাস পেয়েছি। তাই দোলের দিনেই হবে বিশ্বভারতীর বসন্ত উৎসব।”

দোলের দিন বসন্ত উৎসব পালিত হবে না এমনই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে। কিন্তু রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্বভারতীর এই সিদ্ধান্ত জানার পর বিশ্বভারতীর উপাচার্যকে অনুরোধ করেন দোলের দিন বসন্ত উৎসব পূর্ণ মর্যাদার সাথে পালিত হয় সে ব্যবস্থা করতে, এবং রাজ্য সরকারের তরফে নিরাপত্তা সুষ্ঠুভাবে পর্যটকদের দেওয়া হবে।

সাহায্যের সবরকম আশ্বাস শিক্ষামন্ত্রীর তরফে আসার পরই বিশ্বভারতীর উপাচার্য দোলের দিন বসন্ত উৎসব পালন করার সিদ্ধান্ত নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here