নবদ্বীপ রেল স্টেশনে হকার ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর আয়োজন

0
135

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বুধবার ছিল বিশ্বকর্মা পুজো।এই পুজো ঘিরে নবদ্বীপ ধাম রেল স্টেশনে নেই নেই করে রেলের দফতর থেকে একাধিক বিশ্বকর্মা পুজো এবং প্রোটেস্ট্যান্ট একাধিক বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।এদিন রেলের হকাররা ও বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিল।

Vishwakarma Puja of hocker union | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ উঠেছে এই বিশ্বকর্মা পুজো করা যাবে না বলে ফতেয়া জারি হলেও শেষমেশ রেল পুলিশ পুজো করার অনুমতি দেয় বলে জানা গিয়েছে।ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত রেল হকার বন্ধুরা এই পুজোর আয়োজন করেছিল।

নবদ্বীপ রেল হকারদের এই ইউনিয়নের সম্পাদক রতন সাহা অভিযোগ করেন যে, “সকাল থেকেই রেলের পুলিশ পুজো করতে দেওয়া হবে না বলে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার পরেও আমরা এই পুজো করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।

তবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত হকারি করে সংসার চালায় তাই বিশ্বকর্মা পুজোর দিন একটু আনন্দ করবো তা যদি না করতে পারি বছরের মধ্যে একদিন তাহলে মনটা খারাপ হয়ে যায় তাই রেল পুলিশ সাময়িকভাবে আমাদের এই পুজো করতে দেবে না বলে নানান ধরনের নিষেধাজ্ঞা জারি করলেও আমরা পুজো করবো বলে স্থির থাকি।

আরও পড়ুনঃ শিল্প দেবতা বিশ্বকর্মার পুজোয় জমজমাট কোলাঘাট

শেষমেষ রেল পুলিশ পূজা করার পক্ষে মতামত দেওয়ায় আমরা সকলের সহযোগিতা নিয়ে এই ধরনের বিশ্বকর্মা পুজোয় সামিল হয়েছি এবং সকলের মধ্যে প্রসাদ এবং আনন্দে মেতে উঠি।”

রতন সাহা আরো জানিয়েছেন যে আমাদের ট্রেড ইউনিয়ন ভুক্ত সদস্যরা যাতে এই পুজো করতে না পারে শাসকদলের অনেকেই পুজো বন্ধ করার পক্ষে জোর তৎপরতা শুরু করলেও সেই কাজটি করে উঠতে পারেনি নেতারা। তবে আমরা সকলের সহযোগিতা নিয়ে পুজো করতে পেরে নিজেরা আনন্দিত এবং খুশি।

এছাড়াও আজ নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে রেল দফতরের অধীন দুটি বড় বাজেটের পূজা অনুষ্ঠিত হয়।বিকেল থেকে দর্শনার্থীদের ঢল নেমেছিল ওই দুটি পুজো মন্ডপে।এছাড়াও কালনা কাটোয়া মহকুমার বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় এবং পুজো যাতে শান্তিতে ঘটে তার জন্য সিভিক পুলিশ এবং পুলিশ নজরদারি রেখেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here